জিও কোম্পানিতে ঘরে বসে কাজ : Jio Company Work From Home Jobs 2025 | Online Jobs at Home

Jio Company Work From Home Jobs 2025 : জিও কোম্পানি নিয়ে এসেছে এক বিরাট সুযোগ ওয়ার্ক ফ্রম হোমের। প্রতিমাসে সর্বাধিক ২৫,০০০ টাকা।

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও কোম্পানি পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা কর্মচারীদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুখবর। এখন থেকে মহিলারাও পাবে ঘরে বসে নিজেদের কাজ করার পাশাপাশি বিপুল পরিমাণে রোজগার করার সুযোগ।

রিলায়েন্স জিও কোম্পানির পক্ষ থেকে মহিলাদের জন্য নিজের বাড়িতে নিজেদের সময় মতো ঘরে বসে বিপুল পরিমাণে রোজগার করার সুযোগ। প্রতিমাসে প্রায় ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা রোজগার করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আবেদন করতে যারা ইচ্ছুক তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলুন।

পদের নাম:- Jio Coustomer Associate (JCA) পদে কর্মচারী নিয়োগ চলছে।

Jio Company Work From Home Job Role:-

১.⁠ ⁠রিলায়েন্স জিও কোম্পানির একাধিক গ্রাহক অনেক সময় নিজেদের মোবাইলের সিমে রিচার্জ করতে ভুলে যান এবং এই বিষয়ে গ্রাহকদের বিভিন্ন তথ্য প্রদান করা ও কর্মীদের মোবাইলের রিচার্জ সম্পর্কে জানানোর কাজ করতে হবে।
২.⁠ ⁠নিজের বাড়িতে বসে নিজের সময় মত ১ ঘন্টা থেকে শুরু করে ৮ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
৩.⁠ ⁠এক্ষেত্রে কাজ করার জন্য কোনরকম ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে না। নিজের মোবাইল ফোনের সাহায্যেই গ্রাহকদের কল করে তথ্য প্রদান করতে পারবেন কর্মীরা।

শিক্ষাগত যোগ্যতা:-

অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করেছেন এমন চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনের ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই তাদের স্থানীয়/ মাতৃ ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে।

 বয়স সীমা:-

ন্যূনতম ১৮ বছর থেকে যেকোনো বয়সের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। কোনো নির্দিষ্ট বয়সের পরিসীমা নেই।

 বেতনের পরিমাণ:-

যত ঘণ্টা কর্মী কাজ করবেন তার উপরেই ভিত্তি করবে বেতন পাবেন। অর্থাৎ কোন ব্যক্তি প্রতিদিন যদি এক ঘন্টা সময় বিনিয়োগ করতে পারেন তাহলে মাসে ৩৫০০/- টাকা রোজগার করতে পারবেন। আর যদি ২ ঘন্টা কাজ করেন তাহলে ৭০০০/- টাকা রোজগার করতে পারবেন, এবং ৩ ঘন্টায় ১০,০০০/- টাকা থেকে শুরু করে ৮ ঘন্টায় ২৮,০০০/- টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

How to apply Jio Company Work From Home Jobs 2025 ?

১.⁠ ⁠প্রথমে রিলায়েন্স জিও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ‘Career’ অপশনে যেতে হবে।
২.⁠ ⁠দ্বিতীয়ত তারপর ‘জুনিয়র কাস্টমার অ্যাসোসিয়েট‘ পদে আবেদনের লিংক থেকে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন চাকরি প্রার্থীরা, তাছাড়াও জিও কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।

জিও কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোমের নিয়োগ পদ্ধতি:-

১.⁠ ⁠সর্ব প্রথম কর্মীদের সহজ একটি অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে।
২.⁠ ⁠তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যেমন- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট) দিতে হবে, বয়সের প্রমানপত্র যেমন আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দিতে হবে, আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জমা দিতে হবে।

ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হলে কাজের প্রশিক্ষন দেওয়া হবে। অর্থাৎ, কাজে জয়েন করার পর কিভাবে কাজ করতে হবে? কর্মী কি কাজ করবে? এই সমস্ত কিছু ট্রেনিং কোম্পানি দিয়ে দেবে, তারপর ট্রেনিং হবে অনলাইনে। কর্মী বাড়ি বসেই এই ট্রেনিং করতে পারবে।

Jio Company Work From Home Jobs 2025 Form Link   Apply online
Jio Career website link   Click Here
Jio Career App link  App Download

 

 

প্রথম পৃষ্ঠা
চাকরির তথ্য
প্রকল্প
ইন্টার্নশিপ
আপডেট
error: Content is protected !!